দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৭৮

পিরীতি জ্বালাইলো পিরীতি আমারে জ্বালাইলো
দেশ খেস ভাই বন্ধু সকলই ছাড়াইলো
পিরীতের কি এমনি ধারা ।
পিরীত করিয়া হইলেম সারা ।
করলো মোরে কারা কারা ।
কি যাদু যে করলো ।
এখন আমি কি যে করি, কিমত করে তারে ধরি ।
মন আমার করিয়া চুরি কোথায় সে যে গেলো ।
হাছন রাজা বলে সখী, এত জ্বালা প্রেমের কি ?
জ্বলিয়ে মরলাম জ্বলিয়ে মরলাম, একী জ্বালা হইলো ।