হাছন রাজায় ভালা নাচেরে নাচে ।
আমার বন্ধু আমার কাছে ।
বন্ধু ছাড়া থাকতে নারি প্রাণ নাই বাঁচে ।
মনপ্রাণ হাছন রাজায় তারে সপিয়াছে ।
আদর করে তারে কোলেতে রাখিয়াছে ।
একমনে দৃঢ়ভাবে তার প্রেমে মজিয়াছে ।
সর্বদায় বাড়ি করে পদে দেয় বুছে ।
আমিত্বকে নাশ করিয়ে তার যে দৌড়ছে ।
আপনাকে হাছন রাজায় তারে সপিয়ে দিছে ।
আপনাকে নিজ করিয়া নাচিতে লাগিছে ।।