আমার মন ফিরাইয়া দে প্রেয়সী পিরীতের কাজ নাই ।
পিরীতের কাজ নাইগো সখি, মহবতের কাজ নাই ।
আমার মন ফিরাইয়া দে প্রেয়সী পিরীতের কাজ নাই ।
দিবানিশি মাথা কুটিয়ে তোমার মন না পাই ।
আমি বসে থাকি একা ছয়মাসে না হয় দেখা ।
পিরীত করে হইছে ঠেকা সুন্দরী গো রাই ।
পিরীত করে হইছে জ্বালা কিছুই না লাগে ভালা ।
ভাবতে ভাবতে শরীর কালা কোথায় আমি যাই ।
যখন হইছিলো দেখা বলেছিলে আমায় সখা ।
এখন কেন হইলে বেকা ভেবে মরি তাই ।
মন না ফিরাইতে পারি এখন আমি কি যে করি ।
কেবল এগো সুন্দরী তোমায় আমি চাই ।
মারিয়াছে পিরীতের ঝাটা, কলিজা গিয়াছে কাটা
এই ছিলো নসীবের বাটা, প্রেমের আঘাতে মরে যাই ।
প্রেম গায় হাছন রাজায় দেখ দেখ ফালায় ফালায়
আবার পাইলে ধরমু গলায় ছাড়াছাড়ি নাই ।
হাছন রাজায় হয়ে আউলা ডাকতে আছে মওলা মওলা ।
আমারে করিলে বাউলা প্রেয়সী গো রাই ।।