পিরীতের জ্বালায় জ্বলিয়ে জ্বলিয়ে মরলাম সজনী ।
আমারে ছাড়িয়ে কোথায় গেলো খঞ্জনও নয়নী ।
জানিয়াছি জানিয়াছি আমি কেউর নাই হও তুমি ।
শ্রীকৃষ্ণের শিরোমণি মনমোহিনী ।
হইয়া এগো তোমার আমি বৃক্ষমূলে বসিয়ে আছি ।
তব জন্য মন উদাসী গজগামিনী ।
তোমার পিরীতি ধনী, লোকের হইছে জানাজানি ।
করে তারা কানাকানি এগো চান্দ বদনী ।
হাছন রাজার এই মনে পূজবো তোমার গুলবদনে ।
শ্রীকৃষ্ণ পূজিতেন যেমনি পূজবো আমি তেমনি ।