তুই মোরে করিলে কানা সুন্দরী সুনা ।
ও সুনা তুই মোরে করিলে কানা ।
নাচিয়া নাচিয়া হাছন রাজায় গায় এই গানা ।
পাগল হইলাম তোর দেখিয়া টানা মানা ।
আরশি পরশী সকলেরই এই কথা হইলো জানা ।
কীসে কি করিলে মোরে বুঝতে তো আর পাইলাম না ।
কত করিয়া মনকে থামাই মন তো মোর থামেনা ।
কত করিয়া মনকে থামাই মনে তো বুঝেনা ।
তুমি বিনে অন্যের দিকে মনে তো মজেনা ।
হাছন রাজা তোমায় ছাড়িয়া কখনো থাকবেনা ।
হবেনা হবেনা কখনো অন্যের হবেনা, সুন্দরী সুনা ।