ও রুপসী লো তোর রুপে মোরে করিলো ফানা ।
নাচিয়া নাচিয়া হাছন রাজায় গাইতে আছে গানা ।
হাছন রাজা তোমার পাগল সবার হইছে জানা ।
হাছন রাজারে দেখলে কেন করো ঠানা মানা ।
আচানক রুপ তোমার দেখতে চমৎকার ।
হাছন রাজা দেখিয়ে দিছে কত যে বাহার ।
হাতে তালি দেয়রে হাছন আর দেয়রে ফাল ।
চিৎকার দিয়া ডাকে আইসো গলে লাল ।