দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৩৬

হাছন রাজায় নাচে রে রঙ্গে রঙ্গে ।
মিশিয়ে বন্ধুয়ার সঙ্গে ।
হাছন রাজায় অন্য চায়না বন্ধুয়ারে মাঙ্গে ।
কেমন মিশিয়ে থাকি, সদাই মনে মনে পাঙ্গে ।
গাঙ্গে যাইতে পারিনা গো, কাখের কলসী ভাঙ্গে ।
আর তো যাবোনা আমি সুরমা নদী গাঙ্গে ।
মিশা মিশিয়েছে দেখ সোনা আর রাঙ্গে ।
হাছন রাজায় মিশিয়ে নাচে রঙ্গে আর ঢঙ্গে ।
হাছন রাজা বন্দি হইছে প্রেম পিরীতের ফঙ্গে ।
যেমন মিশা মিশিয়েছিলো রাধায় আর ত্রিভঙ্গে ।
হাছন রাজায় গান গায়রে থাঙ্গে আর ডাঙ্গে ।
হাছনজানের মিল হাছন রাজা লাঙ্গে ।।