দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৭৪

ও তোর প্রেমে মজিলেম যৌবন দিবে নি ।
এলো মৌলানি মৌলানি ।
ও তোর প্রেমে মজিলেম যৌবন মন দিবে নি ।
তোমায় দেখিয়ে ভালা, আমার হইলো প্রেমজ্বালা ।
হুতাশ হুতাশ দেখিয়ে লোকে করে গেলানি ।
মন নিলে প্রাণ নিলে ভিতরে বাইরে জ্বালাইলে
উদাসী করিলে এগো মনমোহিনী ।
দেখিয়ে তোর রুপের ভঙ্গি আমি তো হয়েছি সঙ্গী ।
দে দে দে যৌবন মাঙ্গি চান্দ বদনী ।
হাছন রাজা দেখে তোরে
ছটফট ছটফট ছটফট করে
ছাড়িয়ে কি আর থাকতে পারি বিমবদনী ।।