দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৬৫

গোবিন্দের লাগিয়া রাধার সদাই জরে প্রাণ গো ।
গোবিন্দের লাগিয়া রাধা রাধা গো হইছে উদাসিনী ।
আরে দেশমেশ সব ছাড়িয়া হইলো সন্ন্যাসিনী গো ।
আর মাও ছাড়িলো বাপ ছাড়িলো ছাড়িলো সোদর ভাই ।
আর ইষ্টিকুটুম সব ছাড়িলো, ছাড়িলো জামাই গো ।
উন্মাদিনী হইয়া ফিরে গোবিন্দের লাগিয়া ।
রাত্রি তো পুসায় সদাই কেবল কান্দিয়া গো ।
কান্দন করিয়াছে সার মনে কেবল কানু ।
শুইয়ে স্বপনে দেখে কানু বাজায় বেণু গো ।
কানু ধ্যানে কানু জ্ঞানে কানু রাধার চিত্তে ।
আর হাছন রাজায় বলে কানু জন্মিতে মরিতে গো ।।