মায়া নি লাগেনা মোরে দিয়া রে বন্ধু ।
দয়া নি লাগেনা মোরে দিয়া ।
দিনে ও রাইতে তোমার পানে আছি আমি চাইয়া রে বন্ধু ।
সদাই করি পিয়া ও পিয়া থাকতে নারি ছাড়িয়া ।
তুমি কেন মোরে আসবে বলিয়া থাকবে বাড়িয়া রে বন্ধু ।
তোমার প্রেমে আমি জ্বলিয়া রাত্রি থাকি জাগিয়া
এত জ্বালা দিয়া কি মুখে থাকো মোরে ত্যাগিয়া ।
ছটফট করে হিয়া না জানি কি করছো কিয়া ।
এখন কেন আইসোনা রে আগে দেখা দিয়া রে বন্ধু ।
বঞ্চিতে না পারি রে ঘরে তোমায় না দেখিয়া ।
তোমার লাগি কান্দিয়া মরে আশিক হাছন রাজা রে বন্ধু ।