দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৫৩

প্রাণ রে কারে করিবো আমি সেজদা ।
আমি হই শ্রীকৃষ্ণ আমি হই রাধা ।
আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি শিব শক্তি ।
আমিই আঙ্গা শক্তি কারে করি ভক্তি ।
আমি হইতে ত্রিজগত আমি গেলে নাই ।
একবার ভাঙ্গি একবার গড়ি আরবার বানাই ।
আমি আগে আমি পিছে আমি জাহির বাতিন ।
কোন জায়গা হইতে আমি নাই আছি ভিন ।
হাছন রাজা নাম আমার কেবল হইলো বৃথা ।
হাছন রাজা কিছু নয় সব জগতেরই কর্তা ।