দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৬৩

আমি কিছু নয় কেন করি ভয় ।
কিছুই না হয় দয়ায় নাহি ভয় ।
যেদিকে ফিরিয়া চাই কেবল দয়াময় ।
সকলই তুমি তুমি ।
মিছে বলি আমি আমি ।
মিছে কেন বদনামী লোকসমাজে হয় ।
প্রাণে আর কি সয় ।
আমি তো দরিয়া কুটকা ।
তাতে কেন মন হয় লটকা ।
ধরিয়া মারিলে ঝটকা ।
কিছু নাই কি আর রয় ।
জাতে জাত মিশিয়ে যাবে ।
আমিত্ব না রহিবে ।
এক জাত হইয়া যাবে হাছন রাজা কয় ।