আমি চাইনা কেউরে গো
আমি চাইনা কেউরে গো ।
বন্ধু আমার আমি বন্ধের গো ।
ছাড়িয়া থাকতে পারবোনা আমি বন্ধেরে গো ।
সে যে আমার আমি তার নাইরে ছাড়াছাড়ি ।
দুইয়ো জনে জুদা না হয় একই ঘরবাড়ি ।
বন্ধু ছাড়া এক লক্তা থাকিতে না পারি ।
পলক মাত্র আলগ হইলে জীবিত থাকিয়া মরি ।
ছাড়িয়া থাকতে পারবো নারে আমি যতদিন জীবো ।
চরণের নূপূর হইয়া চরণে বাজিবো ।
আশিক হাছন রাজায় কয়, আমি নয়রে জুদা ।
যেমন শ্রীকৃষ্ণের এক অঙ্গি শ্রীমতিও রাধা ।