দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৩২

বন্ধু জিনিয়ে পূর্ণিমার শশী রে ।
চান্দ বদন দেখাইয়া বন্ধে করিলো উদাসী রে ।।
এমন অপরুপ রুপ না দেখি ভুবনে ।
লাগিয়াছে দুই নয়নে ভুলিবো কেমনে রে ।।
বন্ধের রুপ দেখিয়া পলাইলো দিবাকর ।
শরম পাইয়া দেয় মুখেতে আবর রে ।।
চন্দ্র সূর্য নহে বন্ধের রুপের সমতুল ।
তাদের সঙ্গে তুলনা যে হাছন রাজার ভুল রে ।।