দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪০১

কেন আইলে লো ও তুই জলে জলে ।
তোমারে দেখিয়া দেখিয়া আমার মনপ্রাণ জ্বলে ।
আসিয়াছো গাঙ্গের ঘাটে ফুলের মালা গলে ।
আমারে তো ভুলাইলে রুপ ধরিয়া ছলে ।
মনপ্রাণ লইয়া গেলো তোর চক্ষের ঢিলে ।
প্রাণ বাঁচেনা যৌবন দান না দিলে ।
মনে লয় ধরিয়া তোরে তুলিয়া লই কোলে ।
প্রেমের জ্বালা নিভিয়া যাইবো তোমারে কোলে লইলে ।
আশিক হাছন রাজায় দেখিয়া নাচিয়া নাচিয়া বলে ।
ধরলেনা রে চান্দমুখীরে কি চাইয়া রইলে ।
ধরলেনা রে চান্দমুখীরে পাইবেনা রে গলে ।
হাছন রাজায় ছাড়বোনা রে ভুল নাই তার মূলে ।