কেবা কার কারবা কে সকলেই শূণ্য ।
আমি ভিন্ন ত্রিজগতে নাহি দেখি অন্য ।।
আমি মূল আমিই কূল আমি মহাজন ।
আমি বানাইয়া আছি এই ত্রিভুবন ।।
আমিই জগতের পতি, বুঝে নারে বেপতি ।
হইয়ে আছে কুমতি খুজে গিয়া অরণ্য ।
হাছন রাজা বলে সার আমি যে কর্তা আমার
আমিত্ব ছাড়িয়া জাতে মিশিয়াছি তোমার ।