দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫১৬

আর জুদা করবোনা বন্ধুরে ।
আর জুদা করবো না ।
জুদাইমে কত ছাদমা কেউ তো তায় জানেনা ।
বন্ধে যদি ছোড়তে চাহে আমি তায় দেবোনা ।
দিলকা উপার বন্ধেকে রাখো, না সুন কাহনা ।
হাছন রাজা কাহতা হ্যায় হোকে ফানা ।