আপন চিনিয়া লইয়োরে ও মন আপন চিনিয়া লইয়ো ।
এ তনের মাঝে কে যে মূলাধার পরিচয় করিও ।
ও মন, সকল ইন্দ্রিয়র ঝড় কোথায় তারে খেয়াল করিও ।
একই চিত্তে মন লাগাইয়া কৌশলেতে ধরিও ।
তার ইন্দ্রিয় শক্তিয়ে পয়দা হইয়াছে এই সংসার ।
যাইবে যখন ভাঙ্গিবে তখন ভবেরই বাজার ।
সে তো নয়রে খোদা, খোদা হইতে হইয়া জুদা বানাইয়াছে এই সংসার ।
মূল এই আল্লা কুল এই আল্লা আল্লাই মূলাধার ।
হাছন রাজায় গান গায় আমি হই নিরাকার ।
যেই মূলাধার সবই তার কারবার সেই হয় সাকার ।