দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৫৫

মরণ কালে রে, কে যাইবে তোর সঙ্গে ।
তুমি তো ভুলিয়া আছো স্ত্রী পুত্রের রঙ্গে ।।
কীসে কি করো রে মন, আঙ্গে আর ডাঙ্গে ।
স্বামীর সেবা না করিলে, ধরাইবো নি লাঙ্গে ।।
স্বামীর সেবা না করিলায় দিন গেলো গইয়া ।
বেভুলে মজিয়া রইলায় কার দিকে চাইয়া ।।
আমারে ভাসাইলায় গো আল্লা সুরমা নদী গাঙ্গে ।
ভাসিয়া ভাসিয়া হাছন রাজা তোমার চরণ মাঙ্গে ।