দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৫৩

দেখি তোর রঙ্গি ভঙ্গি হইতে চাই তোর সঙ্গী ।
আমায় করিলে পাগল এগো বাসর নব রঙ্গি ।
দেখিয়া তোমার ঝিলমিল রঙ্গ আমি তো হইলাম সঙ্গী ।
হাছন রাজা দেখিয়া তোরে হাছনজান তোর যৌবন মাঙ্গি ।
মাতাল হইয়া কেবল হাছনজান তোর বাস শুঙ্গি ।
জলে নামে গিয়া কাপড়খানি থুইয়া যখন পড়িলো সুরমা গাঙ্গে ।
হাছন রাজা সঙ্গে পড়ে প্রেমেরই তরঙ্গে ।
রাধার সঙ্গে খেলতো যেমন শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গে ।
সেইমতো হাছন রাজায় খেলে রঙ্গে ঢঙ্গে ।
খেলতে খেলতে হাছন রাজা যৌবনখানি কেবল মাঙ্গে ।
হাছনজানে আদর করিয়া মিশায় অঙ্গে অঙ্গে ।