দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩১৮

এগো সখী, মনের দুঃখ নিভাইবো কুনে গো ।
আরে কলিজা জ্বলিয়া যায় প্রাণবন্ধু বিহনে গো ।
এগো সখী, কে আনিয়া দিবো আমার মন মোহনে ।
প্রেমের আগুনে প্রাণ যায় বন্ধের কারণে গো ।
আচানক আগুনে আমার ধরিয়াছে প্রাণে ।
আমি জানি আমার জ্বালা কি বুঝিবে অন্যে গো ।
প্রেমের জ্বালায় জ্বলিয়া কান্দে হাছন রাজা দেওয়ানে ।
কত করি এ মনকে বুঝাই মানেনা সে বিনে গো ।