দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৩৩

মন মজিলো যার কাছে শুধাইলে নি প্রাণ বাঁচে ।
মন মজিলো যার কাছে ।
মনে লয় সর্বদাই থাকি, ফিরি তার পাছে পাছে ।
সদাই সে মনে আছে মনে লয় থাকি কাছে ।
আমার মনে এই সাধ, সদাই দেই তার পায়ে বুছে
হাছনজানে যৌবন যাচে, তার পানে চাই রইয়াছে ।
তারে ছাড়িয়া নাচে নাচে, তারে দেখিয়া মন মজিয়াছে
হাছন রাজায় মন নিয়াছে আর প্রাণ মোর নিয়ে গেছে
দেহ মন খালি করিয়াছে প্রাণ তার রঙ্গে মিশিয়াছে ।