সুনা ঠাকুর সুনা ঠাকুর গো ।
কাঙ্গালেরে লও তুলি লও কুলে ।
তোমার লাগিয়া কাঙ্গাল হাছন রাজার প্রাণ জ্বলে ।
সুনা ঠাকুর দাড়াইয়া রইলে, ঠাকুর কুলে নাই লইলে ।
লইবে বুঝি কোলে ঠাকুর আমি জ্বলিয়া মইলে ।
প্রেমের হুতাশে মরি কী যে বুকে দিলে ।
প্রেমের জ্বালায় প্রাণ জ্বলিয়া যায়, কী যাদু করিলে
বাঁচাও বাঁচাও প্রাণের ঠাকুর কি চাইয়ে রইলে ।
বাঁচবে তোমার কাঙ্গাল হাছন কুলে উঠাইলে ।
তোমার কাঙ্গাল হাছন রাজা বেগ্রয় করিয়ে বলে ।
কুলে লইয়ে রাখ চিরকাল চরণতলে ।
বাঞ্ছা পূরণ হইবে আমার কোলে তুলিয়া লইলে ।
ঠাণ্ডা হইবে মম প্রাণ আঞ্জা করিয়া ধরলে ।
তব প্রেমের পাগল করিয়ে উদাসী বানাইলে ।।