দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৯৪

দেখিয়া তোর বাঁকা আঁখি প্রাণ গেলো এগো সখি
বাঁচেনা বাঁচেনা প্রাণ যখন তোমার চানমুখ দেখি
দেখলে বাই উকি বাকি মনপ্রাণ হয় সুখী ।
মনে লয় হৃদয়ে রাখি, সর্বদাই চেয়ে থাকি ।
আইসো এগো চন্দ্রমুখী, দিওনা গো মোরে ফাঁকি ।
তোর প্রেমে গিয়েছি ঠেকি, আমারও হইলো একী ।
হাছন রাজায় মনে চায় করি নাকানাকি ।
আমায় দেখিলে ঘোমটা টানিয়ে কেনগো দিয়াছো লুকি ।।