তোরা দেখ আইয়া গো
ঐ যায় গিয়া মোর মনমোহিনী ।
আরে প্রেমেশ্বরী নাম ধরে এই রমণী ।
ধীরে ধীরে চলছে প্যারী গজ গমনী ।
ঝিলমিল ঝিলমিল করিয়া যায় বাঁকা নয়নী ।
ছোটলোকের মাইয়া নয়রে মনে হয়তো রাণী ।
সংসারের লোকে ডাকে মাও ভবানী ।
আমি তো পাগল হইছি দেখিয়া এই ধনী
আরশি পরশী মিলিয়া কেন করো কানাকানি ।
হাছন রাজা প্রেমের পাগল হইছে জানাজানি ।
প্রেমেশ্বরী লইয়া সদাই করে টানাটানি ।