বুঝতে কি পারবেনা বাদিয়া ছেড়ি ।
সিঙ্গার ঝোলা ঘাড়ে লইয়া ফিরো বাড়ি বাড়ি
সিঙ্গা লাগায় পোক খসায়, এই তাদের কাম ।
গানের অর্থ বুঝিবারে না লইয়ো নাম ।
কিমত করিয়া বুঝবে গান তুই ছোটলোকের ছেড়ি ।
বড়র মাইয়ায় বুঝবে গান মোর, আকল তাদের ধেড়ি ।
আমার গান বুঝবেনা রে দেশের রাড়িবুড়ি ।
বে আকলে শুনলে গান করবে জুড়াজুড়ি ।
বুঝিবে বুঝিবে গান যার মাথা আছে ধড়ো ।
আর বুঝিবে আমার গান যার চিত্ত আছে দড়ো ।
হাছন রাজার গান সব ছোটলোকে না বুঝিবে ।
জাতে জাতে এক হইলে বুঝিয়া লইবে ।