দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৯৮

আমার মন মজিয়াছে রে পেয়ারীর লাল লাল রঙ্গে ।
হাছন রাজার মন মজিয়া চলছে পেয়ারীর সঙ্গে ।
কিবা শোভা ঝলমল করে পেয়ারীর সোনার অঙ্গে ।
পাছে পাছে হাছন রাজায় যৌবন পেয়ারীর মাঙ্গে ।
জল ভরিতে যায় যে পেয়ারী সুরমা নদী গাঙ্গে ।
হাছন রাজায় ভুলিয়াছে পেয়ারীর ঢঙ্গে ঢাঙ্গে ।
হাছন রাজায় মনে মনে এই কথাটি পাঙ্গে ।
যৌবন নাই দিলে কেমনে কাঙ্খের কলসী ভাঙ্গে ।
যে ভঙ্গি জানে কাইর হাছন রাজা লাঙ্গে
যেমন ভঙ্গি করতো রাধায় শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গে ।
হাছনজানে বলে মিশিয়ে সোনায় আর রাঙ্গে ।
নীচ হইয়া গাই গান আঙ্গে আর ডাঙ্গে ।