দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৭৩

সোনা বউ, সোনা বউ গো তোর লাগিয়া হাছন রাজা ব্যাকুল ।
হাছন রাজা জানিয়াছে তুমিই হৃদের ফুল ।।
ঘরের মাঝে পরদা দিয়া বউ আমার থাকে ।
আন্দরে থাকিয়া বউয়ে সকলের মন রাখে ।।
বউ আমার রঙ্গি চঙ্গি, প্রেমের জানে ছন্দি ।
বউয়ের লাগি হাছন রাজা ফিরে কান্দি কান্দি ।।
ধন কড়ি তোর কিছু চায়না হাছন রাজায় ।
সোনার বরণ বউ আমার তাইরে নিতে চায় ।।
সর্বলোকে জানে হাছন রাজা লম্পটিয়া ।
নিশ্চয় জানিও বউ মোর নিবো যে কাড়িয়া ।।
হৃদয় জানে ভাবতে আছে বউ আমার সুন্দরী ।
হাছন রাজায় তাইসে বউ রাখতে কিনা পারি ।।
হাছন রাজায় ভাবনা করে কি করি উপায় ।
হৃদয়ের বউ অধর ধরা ধরন না যায় ।।