কি হইবো কি হইবো আমার গতি পাগল মন ।
হায়রে, কি হইবো কি হইবো আমার গতি ।
অমূল্য ধন হরিয়া নিলো মিলিয়া সব অসতী ।
ঘরের গির থাইনে ধন করলো মোর চুরি ।
কতেক কতেক বাটিয়া নিলো দেশের আরি পরি ।
ধুতি নিলো পুথি নিলো আর নিলো জুতি ।
সঙ্গে সঙ্গে নিয়া গেলো দাদার বউ বেভুতি ।
ধন যখন চুরি হইলো নষ্ট হইলো মোর মতি ।
লাঙ্গের আশে শালিয়ে ছাড়ে আপনার পতি ।
হাছন রাজা বলে দেশের এই রীতি ।
চোর বেটিরে চোর বলিলে করে গুতাগুতি ।