বাড়ৈ কই লুকাইলায় রে ।
ঘরখানি বানাইয়া রে বাড়ৈ, কই লুকাইলায় রে ।।
আর ঘরে বাইরে হাছন রাজায় তারে তুকাইলো রে ।
বরুয়া বাঁশের ঘরখানি, বাখাল বাঁশের আড়া ।
ঢলুয়া বাঁশ দিয়া দিছে চতুর্দিকে বেড়া রে ।।
উলুছন দিয়া দিছে ঘরের এই না ছানি ।
মেঘ আসিলে চুয়াই চুয়াই পড়ে ঘরে পানি ।।
সকল ঘর বিছারিয়া দেখি টুলিয়ে দুয়ার ।
সেইখানে বসিয়া আছে বন্ধুয়া আমার ।।
আর বন্ধুয়ারে দেখিয়া আমার চিত্ত ব্যাকুল ।
হাছন রাজায় গান গায় বাজাইয়া ঢোল ।।