সোনা বন্ধু আমার জিগরের টুকরা রে ।
আইসো রে আহ্লাদের বন্ধু ।।
সোনা বন্ধু আমার পরাণের পরাণ রে ।
আইসো রে আহ্লাদের বন্ধু ।।
আইসো রে আহ্লাদের বন্ধু আইসো হিয়ার মাঝ ।
তোমার ঘরে তুমি আসতে কেন করো লাজ রে ।।
আইসো রে আহ্লাদের বন্ধু ডাকি বারে বারে ।
আইসো রে দিল মন চোরা তুমি যে আমার রে ।।
আদরের কদরের মধ্যে রে বন্ধু প্রেম পুষ্প ফুটে ।
আশিক ভ্রমর আসিয়ে সেই পুষ্প লুটে রে ।।
ফুটিয়াছে পুষ্প সব ভ্রমর না আইলো ।
বসন্ত সময়ের কালে মধু নাহি খাইলো রে ।।
কান্দে কান্দে হাছন রাজা রে, প্রেমানলে জ্বলিয়ে ।
কার কুঞ্জে লুকাইলে বন্ধু, আমার কুঞ্জ ফেলিয়ে রে ।।
হাছন রাজার কান্দরে শুনিয়া, ভ্রমরের দয়া হইয়া ।
আসিয়া দিলো দেখা মধুরও লাগিয়া রে ।।