আল্লার লাগিয়া হাছন রাজা ফানা ।
ফানা হইয়া নাচিয়া নাচিয়া গাইতে আছে গানা ।
হাছন রাজা আল্লার পাগল অন্যে জানেনা ।
কেমনে আল্লায় মিশিয়া যাইবো করে ভাবনা ।
আল্লা বিনে দিলের মাঝে কিছু রাখেনা ।
আল্লা ভিন্ন হাছন রাজা কিছু দেখেনা ।
হাছন রাজা আল্লার পাগল কিছু মানেনা ।
আল্লা বিনে হাছন রাজায় কিছু জানে না ।