হাছন রাজা নাচতে আছে আল্লা আল্লা করি ।
পবনের গাড়ি চলছে ধুধু ধাধা করি ।।
কেমন কামলায় গাড়ি করিয়াছে তৈয়ারী ।
পবনের গাড়ি চলছে ধুধু ধাধা করি ।।
কলে কলে কল বসাইয়া হাওয়ায় করিয়ে ভর ।
চালায় দেখ হাওয়ার গাড়ি কলকাতা শহর ।।
ঝকমক ঝকমক করিয়া চালাইতেছে গাড়ী ।
তহার উপর চাইয়া দেখ সাহেব সোওয়ারী ।।
পারে গাড়ী চলছে ধুধু ধাধা করি ।
আচানক গাড়ি সব আচানক তার লীলা ।
তার মাঝে সাহেব বাহাদূর করতে আছে খেলা ।
বানাইয়াছে গাড়ীর মাঝে কতই যে কোঠা ।
কতই যে ছোট কোঠা, কতই যে মোটা ।।
পবনের গাড়ির চলছে ধুধু ধাধা করি ।।
বসিয়াছে গাড়ীর মাঝে হইয়ে আগে পিছে ।
একা বসিয়াছে সাহেব কেউ না যায় তার কাছে ।।
পবনের গাড়ি চলছে ধুধু ধাধা করি ।।
কিছু নাহি যাইতে পারে তার আগে দৌড়িয়া ।।
গাড়ির মাঝে বইছে সাহেব আনন্দিত হইয়া ।
সাহেব দেখিয়া হাছন রাজা সালাম দিলো গিয়া ।।
পবনের গাড়ি চলছে ধুধু ধাধা করি ।।
আদর করিয়ে সাহেব যে লইলো সালাম ।
আদর পাইয়ে হাছন রাজা হইলো গোলাম ।
পবনের গাড়ি চলছে ধুধু ধাধা করি ।।
হাছন রাজা নাচতে আছে আল্লা করি ।
পবনের গাড়ি চলছে ধুধু ধাধা করি ।
হাছন রাজা প্রেমানলে জ্বলে ।