দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৪৫

আমি আগে আমি পিছে আমি মূলাধার ।
আমি হইতে হইয়াছে এই সংসার ।
আমি জাহির আমি বাতিন আমিই মূল ।
ভাবিয়া চিন্তিয়া দেখি আমি হই বিলকুল ।
আমি হইতে আকল হইলো আকল হইতে সব ।
আকল হইতে পয়দা হইলো মাবুদ ও রব ।
চোখ থাকিতে হইলো পয়দা চন্দ্র সূর্য তারা ।
আর পয়দা করিয়াছে দেখি বারো সারা ।
কর্নে মোর পয়দা করলো শুনা যত যায় ।
শব শাব্দ যত ইতি কর্নে মোর বানায় ।
নাসিকায় বানাইলো মোর খুশবু ও বদবু ।
মোর জিবরা থাকিয়া জন্ম মিঠা কি তিতার হয় ।
শরীরের সাত্তীয় হইলো পয়দা শক্ত আর নরম ।
আর পয়দা করিলো যে ঠাণ্ডা আর গরম ।
বীর্য যে মোর পয়দা করে মানুষ এ সংসারে ।
মানুষেই খেলা করে ভবেরই বাজারে ।
মানুষ আয় মানুষ যায় মানুষেই হক ।
আদমে মিশিলো আল্লায় জানিবায় বেশক ।
মাটি দিয়া আদম রুপ আল্লায় বানাইয়া ।
তার মাঝে পাকজাত গেলো সামাইয়া ।
আদম আদম বলে সবে ভাই আদম কিছু নয় ।
যত ইতি দেখো শুনো মাবুদ আল্লা হয় ।
আমি কিছু নয়রে ভাই আমি কিছু নয় ।
আমি আমি বলি যে মাবুদই আল্লা হয় ।
আপন বিচার করিয়া কর পরিচয় ।
এক বিনে দুই নাই হাছন রাজায় কয় ।
যতদিন আমি আল্লা মুখে না আনিবে ।
ততদিন পাক্কা ঈমান তার নাই হবে ।
আমি এক আল্লা এক দুই যে রাখিবে।
আল্লার জাতে সে কখনো না মিশিবে ।
আমি শব্দ দূর করিয়া বল আয়নুল হক ।
তবে এই ঈমান পাক্কা হইবে বেশক ।