আরে দেখছো নি রে তোরা ঠাকুর রে ।
হরিদ্রা বরণ ঠাকুর রঙ্গে ঝলমল করে রে ।
থাকে থাকে প্রাণ ঠাকুর আমারও ঘরে ।
আমার ঘরে থাকিয়া ঠাকুরে কত রঙ্গ করে রে ।
ঘরে থাকে বাইরে থাকে সকলখানে থাকে রে ।
প্রেমিক যারা দেখে তারা নয়নে নয়নে রে ।
চান্দ জিনিয়া মুখখান ঠাকুরের কত রঙ্গ ধরে ।
ঝলমল ঝলমল ঝিলিমিল ঝকঝক চকচক করে রে ।
হাছন রাজায় দেখছে ঠাকুর দিলের চক্ষু দিয়া ।
নূরের বদন দেখিয়া সব গিয়াছে ভুলিয়া রে ।