তুই খোদা মোরে জুদা কেন রাখিলে ।
হাছন রাজায় কান্দে জাতে নাই মিশাইলে ।
মনের আশা আমারও নাই পুরাইলে ।
কিবা দোষে কাঙালেরে জাতে না নিলে ।
যে যাই চায় তার আশা পুরাইলে ।
আমারও মনের আশা কেন নাই পুরাইলে ।
পূরণ করো মনের আশা জাতে মিশাইয়া ।
জাতে মিশাও তোমার দয়াল নাথ কাঙাল জানিয়া ।
এই ভিক্ষা চায় তোমার হাছন রাজা কাঙ্গালে ।
মনবাঞ্ছা পূরণ হবে জাতে মিশাইলে ।
লও লও প্রাণের বন্ধু জাতে লও মোরে ।
তোমার কাঙ্গাল হাছন রাজায় মিনতি করে তোরে ।
কাকুতি মিনতি করে চরণে ভক্তি দিয়া ।
প্রেম জ্বালা নিভাইয়া দেয় জাতে মিশাইয়া ।
হাছন রাজায় কসম দেয় বন্ধু যে তোমারে ।
তোমার দোহাই দেই জাতে মিশাও মোরে ।
কান্দে কান্দে হাছন রাজা মাটিতে পড়িয়া ।
পৃথিবী ভাঙ্গিবো তোমার মাটিতে গড়াইয়া ।
আছাড় পাছাড় খায়রে হাছন ফিরিয়া ফিরিয়া চায় ।
মম দুঃখ দেখিয়া কিবা জাতে তে মিশায় ।
প্রেমের তাইসে হাছন রাজায় মাটিতে পড়িয়া লুটে ।
ক্ষণে উঠে ক্ষণে পড়ে মাথা মুড় কুটে ।
যখনে দেখে হাছন রাজা মাথা কুটিয়ে মরে ।
দয়ার সাগরে তখন আসিলো রে ধারে ।