দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৪৬

মন চিনলায়না আপন, কোনদিন কোন সময় পরিবায় কাফন
করলায় না করলায় না তুমি আল্লার নাম জপন ।।
তনের মাঝে ছিলো তোমার মূল মহাজন ।
বেভুলে মজিয়া রইলে না করিলে দর্শন ।।
হইতে না পারিলে রে মন জমির ও রওশন ।
দেখিতে না পাইলায় তুমি তনে কোনজন ।।
শুনরে বলি আমি তোরে নির্বুদ্ধি হাছন ।
চিনিয়া না ধরলে বন্ধুরে থাকিতে জীবন ।।
ধরতে নাহি পারবে তারে করিলে গমন ।
শীঘ্র হাছন রাজা তার করো অন্বেষণ ।।
গুষ্টি কুটুম লইয়া তোমায় করিবা কান্দন ।
সবে মিলিয়া গোর খুদিয়া করিবা দাফন ।।
তোমার মাঝে থাকিয়া আমি বলিরে বচন ।।