তুমি কে আর আমি বা কে তার তো আমি জানিনা ।
এক বিনে দ্বিতীয় নাই অন্য আমি মানিনা ।
তুমি আমি দুই নই কেবলই দেখি তুই ।
নাই কিছু তুই বৈ এক বিনে আর বুঝিনা ।
তুমি যেই আমি সেই তুমিই জগতময় ।
তুই তুই তুই তুই বিনে আর কিছুই না ।
তুই মুই, মুই তুই, দুই নাই একই হই ।
মিছা হাছন রাজা কই, একী আমার ভাবনা ।