মাইলো পেয়ারী কামড় গালে, উঠিয়া আমার কোলে
এমন কামড় মাইলো গালে জ্বলে জ্বলে জ্বলে ।
গলে ধরিয়ে আমার বুকে বুকে মিলে ।
আদর করিয়ে হার পরাইলো নানান জাতি ফুলে ।
আমার মন তো ভুলাইলো কলে বলে ছলে ।
বিছানাতে শুইবার জন্য ধরিয়া মোরে ঠেলে ।
হাছন রাজায় বলে মোরে টান দিয়া ধরিয়া তুলে ।
না উঠিলে প্রাণ বাঁচেনা রাঙা হাতের কিলে ।
হাছন রাজায় গান গায় তালে তালে তালে ।
অপ্রেমিকে কি বুঝিবে প্রেমিক নাচে ফালে ।
অবুঝে বুঝবেনা গান যাইবে ডালে ডালে ।
বুঝায় পাইলে অবুঝরে বুঝাইয়া কান মলে ।।