লোকে বলে বলে রে আল্লার কাম করলাম না ।
আল্লার কাম কোন কাম তারে বুঝলাম না ।
কেউ বলে আল্লার কাম আল্লার নাম লওয়া ।
নমাজ রোজা এবাদত কেউ করে দোয়া ।
কেউ বলে তাসবী পড় আল্লার নাম লইয়া ।
কেউ বলে কনেজ জেরা অমিল করিও ।
পাসাজি কনেজ জেরা জানিবায় সার ।
ইহার মতো এবাদত কিছু নাই আর ।
কেউ বলে দমে দমে পাছ আনপাছ করা ।
কেউ বলে অধরা রে কৌশলেতে ধরা ।
হাছন রাজায় বলে এসব কিছুই নয় ।
নেস্ত হইয়া আল্লা বল, না করিও ভয় ।
হামেশা দিলের মাঝে মাশুকেরে রাখো ।
এক দৃষ্টে তার পানে চাইয়া থাকো ।
এই যে আল্লার কাম হাছন রাজায় কয় ।
অন্তরে গাঁথিয়া রাখো আর কিছু নয় ।