দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৯৫

হাছন রাজা তোর তনের বিচার কর ।
এ তন বানাইলো কোনে তারে গিয়ে ধর ।
এই যে দেখো তন তোমার মাটির একটা ঘর ।
কোথা হইতে তন আইলো জানোনা খবর ।
বাপেরও বীর্য যেন মায়ের পেটে আসিয়া ।
মায়েরও রক্তে বীর্য গেলো লেপ্টিয়া ।
বাপের বীর্য মায়ের রক্তে একত্র হইয়া ।
তুম্ভ একটা পয়দা করলো আল্লায় শক্তি দিয়া ।