দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১২৭

প্রেমের বাজারে বিকে মানিক ও সোনা রে ।
যেই জনা চিনিয়া কিনে লভ্য হয় তিন দুনা রে ।।
প্রেমিকেরা প্রেম বাজারে করে আনা যানা ।
অপ্রেমিক তো যায়না কেহই, চউখ থাকিতে কানা রে ।।
প্রেম বাজারে গিয়ে যারা বানাইয়াছে থানা ।
মরণ তাদের দূর হইয়াছে সর্বদাই জিনা রে ।।
হাছন রাজা প্রেমবাজারে গিয়ে হইলো ফানা ।
নাচন পিছন করিয়ে গায় প্রেমেরও গানা রে ।।