দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২৭

হাছন রাজা আজব এক রঙ্গিয়া রে ।
চালিই পারছিন ফির ভি ঢঙ্গিয়া রে ।
রাতদিন করতা হে রাঙ সখি সব লিয়ে
সঙ য্যায়ছে কারতে কারতে কানাইয়া রে ।
সদা আনন্দে রহে সখি সব গান কাহে ।
ধরে মারে পিছ কালিয়া রে ।
হাছন রাজা কো দেখা য্যায়ছে হি ।
ভঙ্গি বাঁকা, গালেমে ফুলো কি হার, হাথমে মুরলিয়া রে ।
সারমে ময়ূর পাশা হাতমে খুবনিয়ারে ।
সেজদা কারতিহে পেয়ারে ।
সুন হাছন রাজা মেরে ।
তেরে জিলুয়ানে দেওয়ানা বানাই রে ।।