দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭৫

লাগাইলো পিরীতের লেটা, কপাল পুড়া বেটা ।
এখন ডাকে দাদার বউ আগে ছিলো জেঠা ।
বাট্টি গুট্টি বেটাগুলি দেখতে বড় ভটা ।
তার কাছে নাই গেলে পুঙ্গে মারে ছটা ।
কপালেতে দিয়া বেড়ায় লাল রঙ্গের ফোটা ।
আমারে দেখিলে মারে হাতে লইয়া ইটা ।
যার বাড়ি যায় সে তার লাগে খুটা ।
বাছিয়া বাছিয়া মাগী ধরে দেখিয়া মোটা মোটা ।
হাছন রাজায় বলে তারে চিন নি গো কেঠা ।
কামদেব নাম তার লক্ষ বেটির ছুটা ।