দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮

ও বন্ধু অন্তরিয়া রে আমি তোরে ডাকিরে বন্ধু
দেখা দিয়া প্রাণ বাঁচাও রে ।
না দেখিলে চান্দমুখ আমার প্রাণ যায় রে ।।
সারা রাইত থাকি জাগিয়া, তোমার লাগিয়া ।
তুমি তো থাকয়ে ভাগিয়া, ধরি কি মত করিয়া ।।
রাত্রি তো পোয়াইয়া যায়, বোলে কাক কোকিলায় ।
করি আমি হায় হায়, বন্ধু নাহি আয় রে ।।
কোন দোষে দোষী আমি জানিয়াছে অন্তর্যামী ।
আর জানিয়ে বদনামী তুমি আইসো না রে বন্ধু ।।
আমি যে তোমারে সাধি, থাকি যদি অপরাধী ।
তাহারেও ক্ষমা দি, মিল আসিয়া রে ।।
কাকুতি মিনতি করি, তোমার চরণে ধরি ।
আর তোমার পায়ে পড়ি, বাঁচাও দেখা দিয়া রে ।।
হাছন রাজায় বলে সখা, তুমি যদি না দেও দেখা ।
আমার আর নেই রক্ষা মরমু তোর লাগিয়া রে ।।