দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৯৩

দেখিয়া তোর বাঁকা আঁখি এলো সখি
প্রাণ গেলো গো তোমার লাগি ।
তোমার সঙ্গে মনে লয় করি আমি নাকানাকি
তোর প্রেম মাঙ্গে আমি গিয়েছি রে ঠেকি ।
তোমায় দেখলে প্রাণ বাঁচেনা কেন এগো চন্দ্রমুখী ।
আইসো আইসো চন্দ্রমুখী দিওনা আর ফাঁকি ।
মনে লয় হৃদয়েতে তোমারে গেঁথে রাখি ।
দিনে রাইতে তোমার পানে সদাই আমি চেয়ে থাকি ।
হাছন রাজার মনে কেবল তোমারে হৃদয়ে রাখি ।
ফিরাইতে না চাই আমি আমারও যে দুইটি আঁখি ।