দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৫৮

মায়াজালে পাগল কৈল হাছন রাজারে ।
মায়াজালে পাগল কৈল রে ।।
আমারে করিলো পাগল আর কৈল ভাইয়ারে ।
ইষ্টি কুটুম পাগল আর কৈল দেখ চাইয়া রে ।।
সুন্দর সুন্দর মায়াজাল গো জানে বড় ছন্দি ।
কি না মন্ত্র পড়িয়া হাছন রাজা কৈল বন্দী ।