দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৭৫

বন্ধের বাড়িয়ে আমার বাড়িয়ে মধ্যে আছে বেড়া ।
বন্ধের বাড়ি কৌশলে গিয়া দেশের লোক হয় তেড়া ।
সর্ব লোকে বলে আমি হইছি স্বামী ছাড়া ।
পতসেবা না করিলাম হইয়ে আন্ধুরা ।
কেউ নাই ভালবাসে জানে মোরে এড়া ।
আর বলে রাখ গিয়া লো তুই আমার মেড়ি ম্যাড়া ।
হাতে লইয়া চললাম আমি পাটের একও দড়া ।
কতকখান গিয়া দেখি দড়ির গেছা ছিড়া ।
কেউর কথা শুনবোনা আর কাঙ্খে লইয়া ঘড়া ।
বন্ধের বাড়ি জল উঠাইয়া ভরবো বন্ধের চাড়া ।
গোসল দিবো হাছন রাজায় খুশী হয়ে কুড়া ।
ভাল মতে খুশী হইলে বখশিস দিবো ঘোড়া ।
হাছন জানে বলে বন্ধে পিন্দিয়ে জামা জোড়া ।
হাছন রাজায় করলো বখশিস লক্ষ টাকার তোড়া ।।