দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৮৯

সুন্দর সুন্দর পেয়ারী লাল ।
সুন্দর সুন্দর পেয়ারী লাল ।
হাছন রাজা চৌধুরী দেখিয়া দিতে আছে ফাল ।
মুখ সুন্দর বুক সুন্দর আর সুন্দর গাল ।
যে দেখে তার মনে লয়, কামড়াইয়া খাইতো গাল ।
আচানক সুন্দর পেয়ারী ঘুঙ্গুর আলি বাল ।
দেখিয়া হাছন রাজায় নাচে বাজাই খেমটা তাল ।
হাছন রাজার সঙ্গে নাচে নারীগণের পাল ।
হাছন রাজা নাচিয়া মরলো ধরিয়া সামাল ।