হরির নামে কীর্তণ কর সবে গো প্রাণ সই
হরির নামে কীর্তণ কর সবে ।
হরির নামে কীর্তণ করলে হরিয়ে কোল লবে গো সজনী সই ।।
বাজা ঢোল, বাজা তবল, বাজা রে করতাল ।
হরির নামে উঠিয়া নাচ দিয়া তোরা ফাল গো সজনী সই ।।
হাছন রাজায় কীর্তণ করে হাততালি দিয়া ।
এরে দেখিয়া হাসতে আছে হাছন রাজার প্রিয়া গো সজনী সই ।।
খেমটা তালে নাচে হাছন আর নাচে কাওয়ালী ।
দেখ দেখ হাছন রাজা লইছে ফালাফালি গো সজনী সই ।।
সবে মিলিয়া কীর্তণ কর হাছন রাজার উক্তি ।
হরির নামে কীর্তণ করলে পাইবায় মুক্তি গো সজনী সই ।।
হরির নামে কীর্তণ কর সবে ।